
কুলিয়ারচরে নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধমূলক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন পরিষদের আয়োজনে নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে রামদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা। তিনি তার বক্তব্যে বলেন, “নারী নির্যাতন ও ইভটিজিং কেবল সামাজিক ব্যাধিই নয়, এটি একটি গুরুতর অপরাধ। এসব প্রতিরোধে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি।” এছাড়া ইভটিজিংয়ের কুফল, আইনি প্রতিকার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রামদী ইউনিয়ন পরিষদের সদস্য মাইনুল কবির।
উক্ত সেমিনারে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাফি উদ্দিন, সাংবাদিক হারুন চৌধুরী, আগরপুর জিসি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক আবু বাক্কার ছিদ্দিক, প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামজাদ হোসেন শামীম ও আউয়াল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিমসহ জিসি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।
বক্তারা শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি অভিভাবকদের ভূমিকার ওপর জোর দেন। তারা বলেন, এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
সেমিনারে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নারীসমাজ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কর্তৃক আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে