কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপি’র বহুল প্রতীক্ষিত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের এই আয়োজনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

সম্মেলন ও কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিএনপি কেন্দ্রীয় কমিটি একটি নির্বাচন কমিশন গঠন করেছে। এতে সিনিয়র এডভোকেট মিজানুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

এ ছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন- এডভোকেট আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি, এডভোকেট শরীফুল ইসলাম, সদস্য সচিব, কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, এডভোকেট মনসুরুল হক আলম, সিনিয়র আইনজীবী, এ এস এম আজিজুর রহমান ভূঁইয়া, সহকারী অধ্যাপক,  ডা. মোহাম্মদ ইমরান হাসান রকি, বিশিষ্ট চিকিৎসক,  মোকাররম হোসেন শুকরানা, প্রধান শিক্ষক, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়।

দলীয় সূত্র জানায়, এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন হবে। ফলে আগামীর রাজপথের আন্দোলন, সাংগঠনিক কার্যক্রম এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে নতুন উদ্যম সৃষ্টি হবে বলে আশাবাদী নেতাকর্মীরা।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। 

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর জেলা বিএনপির কাউন্সিল হওয়ায় প্রত্যাশা বেড়ে গেছে। তারা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জেলা বিএনপি গড়ে উঠবে।

  • Related Posts

    কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি ৯ লাখ টাকা
    • August 30, 2025

    কিশোরগঞ্জ সংবাদদাতা কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড পরিমাণ ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। দীর্ঘ ১১ ঘণ্টা গণনা শেষে শনিবার রাত ৮টায় ১৩টি দানবাক্স

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *