ভৈরবে জনতা ব্যাংকে ৮১ লাখ টাকার কৃষিঋণ জালিয়াতি, ৬৩ কৃষকের নামে ভুয়া ঋণ

নাজির আহমেদ আল-আমিন, ভৈরব 

কিশোরগঞ্জের ভৈরব বাজার শাখায় জনতা ব্যাংক পিএলসির কৃষিঋণ বিতরণে এক ভয়াবহ জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে। স্থানীয় কৃষকদের অজ্ঞাতসারে তাদের নামে ভুয়া কৃষিঋণ অনুমোদন ও বিতরণের মাধ্যমে আত্মসাৎ হয়েছে প্রায় ৮১ লাখ টাকা। এ ঘটনায় তৎকালীন শাখা ম্যানেজার তুলিপ কুমার সাহা ও মাঠকর্মী রবীন্দ্র চন্দ্র সরকারকে চলতি বছরের জুলাই মাসে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

ঘটনাটি প্রকাশ্যে আসে চলতি বছরের জুলাই মাসে। ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বাঘাইকান্দি ও তুলাকান্দি গ্রামের ৬৩ জন কৃষকের বাড়িতে হঠাৎ ঋণ পরিশোধের নোটিশ পৌঁছায়। সেখানে উল্লেখ করা হয়, তারা ৫০ হাজার থেকে ৮৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ নিয়েছেন এবং সুদসহ টাকা পরিশোধ করতে হবে।

কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক কৃষকই দাবি করেছেন- তারা জীবনে কোনোদিন ব্যাংকে কৃষিঋণের আবেদনই করেননি। আবার অনেকে করোনাকালে দালালের মাধ্যমে “সরকারি প্রণোদনা” বলে মাত্র ১,৫০০ থেকে ৩,০০০ টাকা পেয়েছিলেন। অথচ চার বছর পর সেই নামেই তাদের ঘাড়ে চাপানো হয়েছে লক্ষাধিক টাকার ঋণ।

কৃষক সুজন মিয়া বলেন, ব্যাংক থেকে আমি কখনো ঋণ নিইনি। অথচ আমার নামে ২০ হাজার টাকা ঋণ দেখিয়ে সুদসহ ৩৪ হাজার ৯৫০ টাকা চাইছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

কৃষক আক্কাছ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নামে ৬০ হাজার টাকার ঋণ দেখানো হয়েছে। এখন সুদসহ দিতে হবে ৮৭ হাজার টাকা। আমরা গরিব মানুষ, এত টাকা কোথা থেকে দেব?

স্থানীয় আরেক কৃষক সেলিম মিয়া জানান, করোনার সময় দালাল আমার আইডি কার্ডের ছবি নেয়, পরে ৩ হাজার টাকা দেয়। এখন দেখছি ৮৩ হাজার টাকার ঋণ আমার নামে। এটা প্রতারণা ছাড়া কিছু নয়।

ব্যাংকের নথিপত্র অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এই জালিয়াতি সংঘটিত হয়।

তদন্তে দেখা গেছে -২৬ জন কৃষক কোনো আবেদনই করেননি, অথচ তাদের নামে ঋণ দেখানো হয়েছে। ৩৭ জন কৃষক শুধু ছবি ও জাতীয় পরিচয়পত্র দিয়েছিলেন, পরে সামান্য টাকা পান প্রণোদনার নামে। কিন্তু তাদের নামে লাখ টাকা পর্যন্ত ঋণ তোলা হয়েছে।

এমনকি স্থানীয় ভিক্ষুক আলকাছ মিয়া ও দৃষ্টিপ্রতিবন্ধী সাজিদ মিয়ার নামেও ঋণ অনুমোদন করা হয়েছে। এ থেকে স্পষ্ট, ব্যাংকের অভ্যন্তরীণ সিন্ডিকেট এবং দালালদের যোগসাজশে এ জালিয়াতি সংঘটিত হয়েছে।

ঘটনার পর জনতা ব্যাংক প্রধান কার্যালয় থেকে ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়কে তদন্তের নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে আঞ্চলিক কার্যালয়ের এসপিও সুজন কুমার সাহার নেতৃত্বে একটি তদন্ত টিম ভৈরব বাজার শাখায় কাজ শুরু করেছে।

বর্তমান শাখা ম্যানেজার মো. আশাব উদ্দিন বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর কৃষকদের ঋণ পরিশোধের নোটিশ পাঠালে তারা প্রতিবাদ করেন। তখনই পুরো ঘটনা সামনে আসে। আমি নিজেই কৃষকদের শান্ত করি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ইতিমধ্যে অভিযুক্ত দুইজনকে বরখাস্ত করা হয়েছে।

শিমুলকান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম (আল আমিন) জানান, এবিষয়ে আমি অবগত আছি।  ভুক্তভোগীদের সাথে যোগাযোগ হয়েছে। 

তিনি আরও জানান, ব্যাংক কর্মকর্তাদের সাথে এলাকার কিছু দালালরাও এটার সাথে জড়িত আছে। আমরা চাই অতি দ্রুত এর একটা সমাধান হউক।

ময়মনসিংহ অঞ্চলের জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার ফারজানা খালেক বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর অনিয়ম। ব্যাংকে আস্থা সবচেয়ে বড় সম্পদ। যদি কোনো কর্মকর্তা সেই আস্থা ভঙ্গ করে, তাকে ছাড় দেওয়া হবে না। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুধু ভৈরব নয়, তুলিপ কুমার সাহার বিরুদ্ধে এর আগে কিশোরগঞ্জের মিটামইন শাখায় প্রায় দেড় কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছিল। সেই মামলার তদন্ত এখনো চলমান।

এবিষয়ে ভৈরব থানা ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানায়, এসব বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, এবিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি বা কেউ এ সম্পর্কে কিছু জানায়নি। যদি এই বিষয়ে কোন অভিযোগ করে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী কৃষকরা দ্রুত এই জালিয়াতির সুষ্ঠু তদন্ত, দায়ীদের কঠোর শাস্তি এবং তাদের নামে মিথ্যা ঋণ বাতিল করার দাবি জানিয়েছেন। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন – একই কর্মকর্তার বিরুদ্ধে একাধিকবার জালিয়াতির অভিযোগ উঠলেও কেন তাকে বারবার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়? এ ধরনের প্রতারণায় ব্যাংকের সাধারণ গ্রাহকরা কিভাবে নিরাপদ থাকবেন?

  • Related Posts

    যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইকালে চালক খুন, ৩ ছিনতাইকারী আটক
    • September 7, 2025

    অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি  কিশোরগঞ্জের ইটনায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক নিহতের অভিযোগ। ৩ ছিনতাইকারীকে পুলিশে দিল স্থানীয়রা।  (৭ সেপ্টেম্বর) রোববার ভোররে ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা সেতুতে এ ঘটনা

    মেঘনায় বৈধ বালু উত্তোলনেও আশুগঞ্জ ইউএনওর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ভৈরবে সংবাদ সম্মেলন
    • September 6, 2025

    নিজস্ব প্রতিবেদক  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছরা’র বিরুদ্ধে মেঘনায় বালু উত্তোলনে ইজারাদারের কাছ থেকে প্রতিদিন এক লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। একই সঙ্গে অভিযোগ করা হয়,

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *