
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
দুটি ভোট ব্যবস্থা
ইসি সচিব বলেন, এবার প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায়—
- বিদেশে অবস্থানরত এনআইডি-ধারী প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করে ভোট দিতে পারবেন।
- দেশের অভ্যন্তরে যারা ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না—যেমন নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য চালু করা হবে ইন-কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেম।
এ জন্য একটি বিশেষ অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে।
এখনো কারিগরি কাজ বাকি
তিনি বলেন, “এই প্ল্যাটফর্মের কাজ এখনো চলমান। কারিগরি দিকগুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়। তবে নিয়মিতভাবে মিডিয়ার মাধ্যমে আপডেট দেওয়া হবে। আমাদের বিশ্বাস, এবার প্রবাসী বাংলাদেশিরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।”
রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে বা কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “এগুলো টেকনিক্যাল বিষয়। ট্রায়াল, টেস্টিং ও অভিজ্ঞতার আলোকে সময়সূচি নির্ধারণ করা হবে। যথাসময়ে প্রবাসীদের জানিয়ে দেওয়া হবে।”
প্রবাসী ভোটে গণতন্ত্র শক্তিশালী হবে
ইসি সচিব জানান, প্রায় ১ কোটি ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি আছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার। এ ভোটাধিকার কার্যকর হলে নির্বাচন প্রক্রিয়া আরও অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক হবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তিগত কাঠামো ও প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত হলে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া হবে স্বচ্ছ, সহজ ও নিরাপদ।