মেঘনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনে হুমকির মুখে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র ও জাতীয় গ্রীড লাইন

নিজস্ব প্রতিবেদক

স্থানীয়দের অভিযোগ, এভাবে বালি উত্তোলন অব্যাহত থাকলে যেকোনো সময় বিদ্যুৎ কেন্দ্র ও জাতীয় গ্রীড লাইনের দুটি টাওয়ার নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে আশুগঞ্জ থেকে উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশ মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। অন্যদিকে চর সোনারামপুর গ্রামের শত শত পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়ার শঙ্কায় রয়েছে। তাই জাতীয় স্বার্থে অবিলম্বে অবৈধ বালি উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তথ্যসূত্রে জানা গেছে, ২০২৩ সালে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে বালি সরবরাহের জন্য মীর আক্তার কোং ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মেঘনা নদী থেকে বালি উত্তোলনের অনুমোদন পায়। সে সময় প্রায় ৩৭ লাখ ঘনফুট বালি উত্তোলন করা হয়। তবে গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর কোম্পানিটি বালি উত্তোলন বন্ধ করে দেয়। কিন্তু বর্তমানে ওই কোম্পানির নাম ব্যবহার করে একটি চক্র বিদ্যুৎ কেন্দ্রের পাশের নদী অংশে অবৈধভাবে বালি উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে।

আশুগঞ্জের চর সোনারামপুর গ্রামের বাসিন্দারা বলেন, আমাদের গ্রামের কাছ থেকে প্রতিদিন বালি তোলা হচ্ছে। এতে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। দ্রুত বালি উত্তোলন বন্ধ করা হোক।

এ বিষয়ে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (টেকনিক্যাল) আবদুল মজিদ বলেন, আমাদের বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি নদী থেকে বালি উত্তোলন করা হলে নদীভাঙনে ক্ষতির আশঙ্কা আছে। বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে সারাদেশের গ্রাহক ক্ষতির মুখে পড়বে। বালি উত্তোলন বন্ধ করা আমাদের কাজ নয়, প্রশাসনের উদ্যোগ নিতে হবে।

ভৈরব বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, “আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে আমরা বিদ্যুৎ পাই। কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হলে ভৈরবসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে।

অন্যদিকে, মীর আক্তার কোং-এর জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্দ্রজিত বাবু বলেন, কারা আমাদের নাম ব্যবহার করছে, তা আমরা জানি না। তবে খোঁজ নিয়ে সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    মেঘনায় বৈধ বালু উত্তোলনেও আশুগঞ্জ ইউএনওর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ভৈরবে সংবাদ সম্মেলন
    • September 6, 2025

    নিজস্ব প্রতিবেদক  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছরা’র বিরুদ্ধে মেঘনায় বালু উত্তোলনে ইজারাদারের কাছ থেকে প্রতিদিন এক লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। একই সঙ্গে অভিযোগ করা হয়,

    ভৈরবে দেড় ঘন্টা আটকে মহানগর এক্সপ্রেস ট্রেন, যাত্রীদের ভোগান্তি
    • September 6, 2025

    আফসার হোসেন তূর্জা চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি পাওয়ার কারের যান্ত্রিক ত্রুটির কারণে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে দেড় ঘন্টা আটকে পড়ে। ( ৫ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি ভৈরব

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *