
ভৈরবে শুল্কফাঁকি দেওয়া ২৫ বস্তা ভারতীয় চকলেটসহ তিনজন আটক
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে শুল্কফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প। এসময় মাইক্রোবাসসহ তিনজনকে আটক করা হয়।
সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে পৌরসভার নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। আটককৃতরা হলেন—খলিল, আলী হোসেন জাকির ও দুলাল মিয়া। তারা সবাই সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে গোয়াইনঘাট থেকে মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ ভারতীয় ক্যাডবেরি ও কিটক্যাট চকলেট ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। মাইক্রোবাসটি ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা অতিক্রম করার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে নাটালের মোড়ে মাইক্রোবাসটিসহ তাদের আটক করা হয়। এসময় ২৫ বস্তা চকলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে শুল্কফাঁকি দিয়ে ভারতীয় চকলেটের ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব।
ভৈরব র্যাব ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত বলেন,
আমাদের নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতীয় চকলেট অবৈধভাবে দেশে নিয়ে আসছিল। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।