অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিলেন এসিল্যান্ড আহাদ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হির বিভাগে চিকিৎসা নিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সরকারি সেবা নিলেন এসিল্যান্ড আবদুল আহাদ। সাধারণ মানুষের মতো সরকারি সেবা নেওয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। (৮ সেপ্টেম্বর) সোমবার দুপুরে কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে অষ্টগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ চিকিৎসা নিতে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনি, বাড়তি কোন সুযোগ-সুবিধা না নিয়ে ৫টাকার টিকিট নিয়ে দাঁড়িয়ে যান সাধারণ মানুষের সারিতে।

ঘন্টা খানেক লাইনে দাঁড়িয়ে চিকিৎকের দরজার সামনে এগোতেই চোখে পড়েন এক চিকিৎসকের। তিনি, এসিল্যান্ডকে দ্রুত সেবা দিতে চাইলেও তা না নিয়ে নিয়ম মেনে সেবা নেন। এসময়, চিকিৎসক নাফিজ হায়াতের পরামর্শে তিনি, হাসপাতালের এনসিডি কর্ণার (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্নার) থেকে সেবা নেন।

চিকিৎসক নাফিজ হায়াত বলেন, ওনার এই আচরণে নাগরিক সমঅধিকার যেমন প্রতিষ্ঠা করেছেন, তেমনি সরকারি চিকিৎসা সেবার উপর মানুষের আস্থা আরো বাড়িয়ে তুলছেন বলে মনি করি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা সদর ইউনিয়নের জাহানারা বেগম (৩৫) বলেন, ওনি যে এসিল্যান্ড স্যার আমরা বুঝিনি। আমাদের মতো চুপ-চাপ লাইনে দাঁড়ান। উনাকে আগে কখনো দেখি নি। এতো বড় একজন অফিসার এত্তো নিঃঅহংকার। নিশ্চয়ই ওনি অনেক ভালো মানুষ।

এই বিষয়ে অষ্টগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ বলেন, অষ্টগ্রামে আমি নতুন এসেছি। সকালে শরীরটা একটু খারাপ লাগায় ভাবলাম চিকিৎসাও নেওয়া হবে; হাসপাতালটি দেখা হবে, সে চিন্তা থেকেই হাসপাতালে গিয়েছিলাম। আমি কাঙ্ক্ষিত সেবা পেয়েছি।

অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন সরকারি চিকিৎসা নিতে গিয়ে অন্যের অধিকার থামিয়ে দেয়া উচিত নয়। তাই আমি লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিয়েছি, সেটা আমার ভালো লেগেছে।

  • Related Posts

    যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইকালে চালক খুন, ৩ ছিনতাইকারী আটক
    • September 7, 2025

    অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি  কিশোরগঞ্জের ইটনায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক নিহতের অভিযোগ। ৩ ছিনতাইকারীকে পুলিশে দিল স্থানীয়রা।  (৭ সেপ্টেম্বর) রোববার ভোররে ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা সেতুতে এ ঘটনা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *