
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে মাইকে ঘোষণা দিয়ে একই এলাকার দুই পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
রবিবার (২৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরবপুর উওর পাড়া ও দক্ষিণ পাড়া লোকজন মনামরা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দোকান পাট ভাংচুর ও লুটপাট শেষে ১০টি দোকানে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০টি দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। সংর্ঘষের খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, রবিবার (২৪ আগষ্ট) রাত সাড়ে ১১টার দিকে ভৈরবপুর উত্তর পাড়া গ্রামের মোসাব্বির নামের এক যুবক বাজার থেকে আসার সময় একই গ্রামের দক্ষিণপাড়ার মালিকানাধীন এশা হোটেল থেকে উত্তরপাড়ার যুবকের গায়ে একটি ইট পড়ে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই খবর উভয় এলাকায় ছড়িয়ে পড়লে দক্ষিণ পাড়ার কসাই হাটি ও উওর পাড়ার লোকজন দেশীয় অস্ত্রসস্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দক্ষিণ পাড়ার লোকজন মনমরা এলাকার একটি কাপড়ের দোকান, একটি ডেকোরেটর, একটি মোদির দোকান ও একটি ঔষধের দোকানসহ ১০টি দোকান ভাংচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় উভয় পাড়াতেই উত্তেজনা বিরাজ করছে।
ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. নাজমুস সাকিব বলেন, ঘটনা এখনো আমরা পরিস্কার নই সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যৌথ বাহিনী সহ আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এই সময় একটি পক্ষ উত্তর পাড়া এলাকার বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে ধরিয়ে দেত্তয়ার ঘটনা ঘটে। পড়ে ফায়ারসার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নেবানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।