
আফসার হোসেন তূর্জা
কিশোরগঞ্জের ভৈরবে একসঙ্গে দুইটি পুত্র ও একটি কণ্যাসহ যমজ সন্তান প্রসব করেছেন জোনাকি বেগম (২০) নামের এক নারী। এই বিরল ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (৩১ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব শহরের ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। জোনাকি বেগম ও সোহাগ মিয়া দম্পতির এটির তাদের প্রথম সন্তান।
জোনাকি বেগম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা বাহাদিয়া মনতালা গ্রামের সৌদি প্রবাসী সোহাগ মিয়ার স্ত্রী। এছাড়া ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের পাড়াতলা গ্রামের বাউল বাড়ির তাহের উদ্দিনের মেয়ে জোনাকি বেগম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবারে (২৭ আগষ্ট) জোনাকি বেগম প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সে শারীরিক অসুস্থ থাকায় ৪ দিন অবজারভেশনে রেখে আজ রবিবার (৩১ আগষ্ট) বিকাল সাড়ে ৬টার দিকে সিজারিয়ানের মাধ্যমে তিনটি বাচ্চা প্রসব করা হয়। এর আগে জোনাকি বেগম এর সকল পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
নবজাতকদের দাদা সবুজ ভূঁইয়া বলেন, আমার ছেলে সৌদি প্রবাসী। দেড় বছর আগে ভৈরব উপজেলা মানিকদী গ্রামের তাহের উদ্দিনের মেয়ে জোনাকির সাথে বিবাহ হয়। বিয়ের দেড় বছর পর আল্লাহ আমার ছেলের ঘরে একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন, এতে আমিসহ আমার পুরো পরিবার খুশি। আমার নাতিদের জন্য সবাই দোয়া করবেন।
আবেগাপ্লুত হয়ে রোগীর ফুফু রাবিয়া খাতুন বলেন, আমি ভাবতেও পারিনি তিনটা সন্তান হবে। যখন একে একে ডাক্তার-নার্সরা দুইটি ছেলে এবং একটি মেয়ে আমাদের কোলে তুলে দেই, তখন আমাদের চোখে পানি চলে আসে। আমাদের পরিবারে এর চেয়ে বড় খুশির দিন আর হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন সবাই সুস্থ ও ভালো থাকে।
ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল ডা.এ.জেড.এম ফরহাদ আহমেদ বলেন, জোনাকি বেগম আমাদের হাসপাতালে আসলে আমরা প্রয়োজনীয় পরীক্ষা করি এবং তিনটি বাচ্চা থাকার বিষয়টি নিশ্চিত হই। পরে সিজার করে সফলভাবে তিন নবজাতককে বের করি। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল, কিন্তু আল্লাহর রহমতে সফল হয়েছি।