
নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হবে। নির্বাচন ইস্যুতে যেন কমিশনের ওপর কোনো ধরনের দায় বর্তায় না, সে লক্ষ্যেই সব ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন। পরে সিইসি ও রাষ্ট্রদূত আলাদা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, “তারা আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন। আমি জানিয়েছি, এটি একটি বিশেষ পরিস্থিতি, বিশেষ ধরনের সরকার। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির চিঠিতে রমজানের আগে ভোটের কথা বলেছেন। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি জোরদার করেছি।”
তিনি আরও বলেন, মব কালচার প্রসঙ্গে মার্কিন প্রতিনিধি জানতে চাইলে জানানো হয়েছে—ভোটের সময় পরিস্থিতি অনেকটা বদলে যায়। যারা বর্তমানে অস্থিরতা সৃষ্টি করে তারা তখন এলাকায় থাকবে না, ফলে কোনো প্রকার সুবিধা নিতে পারবে না। “ভোটের সময় ঢাকা শহর প্রায় খালি হয়ে যায়। তাই শঙ্কার কারণ নেই,” মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।