কুলিয়ারচরে শিক্ষিকাকে মারধর, সহকারী শিক্ষক মোঃ এনামুল হক বরখাস্ত 

মোঃ নাঈমুজ্জামান নাঈম,কুলিয়ারচর

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের বড়চর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতালি চক্রবর্তীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এনামুল হক-কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আলিম রানা বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গতকাল রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক  শিক্ষা অফিসার মজিব আলম স্যারের সাক্ষরিত সহকারী শিক্ষক মোঃ এনামুল হক কে সাময়িকভাবে বরখাস্তের একটি চিঠি  পেয়ে বিষয়টি নিশ্চিত হন। 

জানা যায়, গত বুধবার (৩ সেপ্টেম্বর ) দুপুরে স্কুল চলাকালীন সময়ে অনাধিকার প্রবেশ করে শিক্ষিকাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এনামুল হক ও তার স্ত্রী সহকারী শিক্ষিকা বিলকিস আক্তার সোমা’র নামে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছিলেন পাশ্ববর্তী বড়চর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতালি চক্রবর্তী (ভুক্তভোগী)। যাহার মামলা নং-০৩, তারিখ- ০৩/০৯/২০২৫। 

এই মামলা দায়েরের পর সহকারী শিক্ষক মোঃ এনামুল হক ও তার স্ত্রী সহকারী শিক্ষিকা বিলকিস আক্তার সোমা বিজ্ঞ আদালত হইতে জামিনে মুক্তি পাইলেও বিভাগীয় অভিযোগ মোঃ এনামুল হককে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।

  • Related Posts

    কুলিয়ারচরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
    • September 3, 2025

    মোঃ নাঈমুজ্জামান নাঈম,কুলিয়ারচর কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) সকাল পৌনে

    কুলিয়ারচরে শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী শিক্ষিকাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
    • September 3, 2025

    মো: নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর  কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হকের বিরুদ্ধে পাশ্ববর্তী বড়চর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতালি চক্রবর্তীকে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *