
নিজস্ব প্রতিবেদক
গত বছরের ৫ আগস্টের ঘটনায় হারানো অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ৮০ শতাংশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, হারানো মোট ১২ হাজার ১১৯টি অস্ত্রের মধ্যে ৯ হাজার ৭৯৪টি এবং ৩ লাখ ৯০ হাজার রাউন্ড গোলাবারুদের মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৩৫৯ রাউন্ড উদ্ধার করা হয়েছে। বাকিগুলোও দ্রুত সময়ের মধ্যে উদ্ধার সম্ভব হবে।
গত এক মাসে সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনী ৬৫টি অবৈধ অস্ত্র, ২৯৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ১ হাজার ২৯৪ জনকে গ্রেফতার করেছে। আর গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত বিভিন্ন অভিযানে ১৭ হাজার ৯২৬ জনকে আটক করা হয়েছে—যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধী রয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে, সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তা পালন করবে।”
সংঘর্ষ ও অভিযানে সেনা সদস্য আহত
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষে সেনা-পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী-গ্রামবাসীর সংঘর্ষ নিয়ন্ত্রণ, নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক বিক্ষোভে সেনা সদস্য গুরুতর আহত হওয়ার ঘটনাও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।
মাদক, চোরাচালান ও অনিয়ম প্রতিরোধে সেনাবাহিনী
গত এক মাসে সেনাবাহিনী মাদকবিরোধী অভিযানে ৩৭৮ জনকে গ্রেফতার করেছে। গত বছরের আগস্ট থেকে এই সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫৪ জনে।
চোরাচালানবিরোধী অভিযানে সিলেট ও সুনামগঞ্জ থেকে ২ কোটি ১৯ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে।
স্বাস্থ্য খাতে অনিয়ম দমনেও সেনাবাহিনী কার্যক্রম চালায়। ২৬ আগস্ট মহাখালী ক্যান্সার হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের মূলহোতাসহ ৬২ জনকে আটক করা হয়।
সীমান্ত ও পার্বত্য এলাকায় অভিযান
পার্বত্য চট্টগ্রামে গত এক মাসে ৮টি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ১৮টি আগ্নেয়াস্ত্র, ৬১ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার হয়েছে। এ সময় জেএসএস, ইউপিডিএফ ও এমএলপি’র ৩৭ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
রোহিঙ্গা শিবির এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৯ লাখ ১২ হাজার ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল আইস, ১৭ লাখ টাকার পণ্য, ৯টি অস্ত্র ও ৫২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
চিকিৎসা সহায়তা
জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে ৫ হাজার ৫৬ জনকে বিভিন্ন সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকায় ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
আপনি কি চান আমি এই রিপোর্টটা টিভি স্ক্রিপ্ট আকারে (ইন্ট্রো, ভয়েসওভার, সাউন্ডবাইট, ভিজ্যুয়াল হিন্টসহ) সাজিয়ে দিই, নাকি শুধু অনলাইন নিউজ ফরম্যাটেই রাখব?