
আফসার হোসেন তূর্জা
কিশোরগঞ্জের ভৈরবে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান কার্যনিবাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি জাহিদুল হক জাবেদকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
সংগঠনের ২১ জন নির্বাচিত পরিচালকের মধ্যে ১৫ জন সভায় উপস্থিত থেকে এই সিদ্ধান্তের পক্ষে মত দেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নবনির্বাচিত সভাপতি জাহিদুল হক জাবেদ।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার কারণে সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন ও সিনিয়র সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন গত তিনটি সভায় অনুপস্থিত ছিলেন। এতে সংগঠনের কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এমনকি অফিস ভাড়া ও কর্মচারীদের বেতন দেওয়ার জন্যও ব্যাংক থেকে টাকা উত্তোলন সম্ভব হচ্ছিল না।
এই পরিস্থিতিতে চেম্বারের বিধি অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি জাহিদুল হক জাবেদকে সভাপতি নির্বাচিত করেন। উল্লেখ্য গেল ২০২৪ সালের ১০ জুন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সকল সদস্যদের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে সভায় বক্তব্য রাখেন ভৈরব সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তর এর ভৈরব প্রতিনিধি মো: আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোটার্স ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক মো: তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব প্রেসক্লাবের আহবায়ক ও এন টিভির স্টাফ রিপোটার্স মো: মোস্তাফিজ আমিন,সদস্য সচিব ও দৈনিক দিনকালের ভৈরব প্রতিনিধি মো: সোহেলুর রহমান সোহেল, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো: সুমন মোল্লা, ভৈরব রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক মো: আলাল উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন ভৈরব চেম্বার অব কমার্সের পরিচালক ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।