
নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরবে নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। (৩১ আগস্ট) রবিবার শহরের কালীপুর ও বাদশা বিল গ্রামের কাররা বিলে এই নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে সম্পৃক্ত করতে ছাত্র-যুবক পরিষদ কালীপুরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। স্থানীয় ১০ টি দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী জমজমাট আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠান শেষ হয়েছে।
এদের মধ্যে কালীপুর দক্ষিণ পাড়া এলাকার ভৈরব সেতু নামে নৌকার দল প্রথম হয়ে বিজয়ী হয়ে একটি খাসি নিয়ে যায়। দ্বিতীয় হয়ে একটি স্মার্ট টিভি নেয় অত্র এলাকার কাঁঠালের বাড়ি নৌকার দল ও তৃতীয় হয় ঐক্য আলো সংঘের নৌকার দল, তারা একটি স্মার্ট ফোন জিতে নেয়। সাঁতার প্রতিযোগিতায় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রথম হয় জিসান, দ্বিতীয় হয় নাঈম ও তৃতীয় হয় রক্সি। উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয় মুমিনুল, দ্বিতীয় হয় লিয়ন ও তৃতীয় হয় ইমরান।
নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এসময় প্রতিযোগিতার অনুষ্ঠান শুভ উদ্ভোধন ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজি মো: শাহিন। পরে প্রধান অতিথি ও উদ্বোধক সহ অন্যান্য অতিথিরা বেলুন উড়িয়ে নৌকা বাইচের উদ্বোধন করেন।

সংগঠনের সভাপতি মো: এনামুল হক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ, ভৈরব কালীপুর হাইস্কুলের সভাপতি ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী গোলাম মাহবুব, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিনসহ স্থানীয় অনেক নেতাকর্মী, ছাত্রসমাজ ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ছাত্র যুবক পরিষদের সাধারণ সম্পাদক রাজন আহমেদ ,আয়োজক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. ইব্রাহিম মিয়া এবং শৃঙ্খলা কমিটির আহবায়ক রেদোয়ান আহমেদ। এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, স্ট্যান্ডিং কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতাকে ঘিরে বিলের তিন পাশে কয়েক হাজার মানুষের ঢল নামে। এসময় উপস্থিত দর্শকরা উল্লাসধ্বনি ও করতালির মাধ্যমে নৌকার মাঝিদের উৎসাহিত করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ও উদ্বোধক সাবেক পৌর মেয়র হাজী মো: শাহীন।