ভৈরবে দেড় ঘন্টা আটকে মহানগর এক্সপ্রেস ট্রেন, যাত্রীদের ভোগান্তি

আফসার হোসেন তূর্জা

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি পাওয়ার কারের যান্ত্রিক ত্রুটির কারণে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে দেড় ঘন্টা আটকে পড়ে। ( ৫ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছালে পুনরায় বিদ্যুতের ত্রুটি দেখা দেয়। পরে রাত ৮টা ৪০ মিনিটে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে চলে যায়।

স্টেশন সূত্রে জানা যায়, ভৈরবে আসার আগে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ও কসবা স্টেশনেও দু’বার একই ধরনের সমস্যায় পড়েছিল। পরে অস্থায়ীভাবে সমাধান করে ট্রেনটি ভৈরব পর্যন্ত আনা হয়। কিন্তু ভৈরব পৌঁছেই আবারও ত্রুটি দেখা দিলে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

ভৈরব স্টেশনের ইলেকট্রিশিয়ানরা দ্রুত সমস্যার সমাধানে কাজ শুরু করেন। দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় পাওয়ার কারের বিদ্যুতের লাইন সচল হলে রাত ৮টা ৪০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ সময় এক ক্ষুব্ধ যাত্রী বলেন, একটার পর একটা সমস্যা হচ্ছে। আমরা পরিবারের সঙ্গে ভ্রমণ করছি, কিন্তু এইভাবে বারবার আটকে পড়ায় ছোট বাচ্চা ও বৃদ্ধ যাত্রীরা চরম কষ্টে পড়েছেন।

অন্য এক যাত্রী অভিযোগ করে বলেন, রেলসেবার মান দিন দিন খারাপ হচ্ছে। ট্রেনের রক্ষণাবেক্ষণে আরও যত্নবান হতে হবে, নাহলে যাত্রীরা এভাবেই হয়রানির শিকার হবে।

ভৈরব রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ এ বিষয়ে জানান, ট্রেনের এই সমস্যাটি কসবা ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকেই নিয়ে ভৈরবে আসে। প্রথমে ভৈরবের ইলেকট্রিশিয়ান দ্বারা মেরামত করা হয়। কিন্তু পরে আবার সমস্যা দেখা দিলে আখাউড়া থেকে আসা ইলেকট্রিশিয়ান দ্বারা পুনরায় মেরামত করে ৮টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

যাত্রীদের অসুবিধা হলেও আমরা নিরাপত্তাকে সর্বাগ্রে রেখেছি। সঠিকভাবে মেরামত না করে ট্রেন ছেড়ে দেওয়া হলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকত।

তিনি আরও বলেন, আমাদের চেষ্টা থাকে যাত্রীরা যেন গন্তব্যে পৌঁছাতে পারেন। এজন্যই বিলম্ব হলেও সমস্যা সমাধান করে ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে।

  • Related Posts

    মেঘনায় বৈধ বালু উত্তোলনেও আশুগঞ্জ ইউএনওর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ভৈরবে সংবাদ সম্মেলন
    • September 6, 2025

    নিজস্ব প্রতিবেদক  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছরা’র বিরুদ্ধে মেঘনায় বালু উত্তোলনে ইজারাদারের কাছ থেকে প্রতিদিন এক লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। একই সঙ্গে অভিযোগ করা হয়,

    দেড় বছরে কন্যা শিশু হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
    • September 5, 2025

    আফসার হোসেন তূর্জা কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের কন্যা শিশু নুসরাতকে গলা টিপে হত্যার ঘটনায় প্রধান আসামি আলমগীর মিয়া (৩২) কে ৩ মাস পর গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *