
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা শাখার ডা: এম হাবিল বাঙালি-কে সভাপতি ও সাগর আহম্মেদ (হারিছ ভূঞা) কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে ডাক্তারবাড়ি বেঙ্গল অডিটোরিয়ামে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন, সিপিবি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড মো. শামসুদ্দিন।
সম্মেলনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড আবদুর রহমান রুমী, সাবেক সভাপতি কমরেড ডা. এনামুল হক ইদ্রিছ ও সভাপতি মন্ডলির সদস্য কমরেড সেলিম উদ্দিন খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুর রহমান মজনু। এসময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলার বাজরা শাখার সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ (হারিছ ভূঞা), ডুমরাকান্দ শাখার সাধারণ সম্পাদক ইকবাল খান ও জগদানন্দ দাস প্রমূখ। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় সিপিবি, উদীচীসহ গণসংগঠনের নেতৃবৃন্দ।