
মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি জলমহাল নাজিরদীঘির ২৪.৮৪ একর জমি পৈতৃক সম্পত্তি দাবি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমের নাম জড়িয়ে মিথ্যা বক্তব্য প্রদান করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিচার দাবি ও সাংবাদিক সম্মেলন করেছে সরকারি জলমহাল নাজিরদীঘির লীজগ্রহিতা ও এলাকাবাসী।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সোয়া চারটায় উপজেলার উসমানপুর ইউনিয়নের নাজিরদীঘি সরকারি জলমহালের পাড়ে লীজ গ্রহিতা ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিরদীঘির লিজ গ্রহীতা মোঃ সাদিরুজ্জমান বাছির।
সাদিরুজ্জামান বাছির তার বক্তব্যে সাংবাদিকদের জানান, কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক সরকারি খাস জলমহাল নাজিরদীঘির ২৪.৮৪ একর জমি পাশ্ববর্তী বাজিতপুর উপজেলার প্রয়াত বীর মুক্তিযােদ্ধা বেলায়েত হোসনের পুত্র মােঃ মেশারফ হােসেন ভূয়া কাগজপত্র সৃজন করে জাল জালিয়াতির মাধ্যমে পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন। এছাড়া বিগত ২৬ আগস্ট, ২০২৫ তারিখ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডি আর ইউ)’র হলরুমে সরকারি জলমহাল নাজিরদীঘিটি নিজের পৈতৃক সম্পত্তি দাবি করে সংবাদ সম্মেলন করা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমের নামে ওই সংবাদ সম্মেলনে অপ্রাসঙ্গিক ভাবে যে বক্তব্য প্রদান করেছে তার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন লীজগ্রহিতা ও এলাকাবাসী। তিনি জানান, সরকারী জলমহাল নাজিরদিঘীর সাথে বিএনপি নেতা মােঃ শরীফুল আলমের কোন সংশ্লিষ্টিতা নেই। কিন্তু উক্ত সম্মেলনে তাঁর নাম জড়িয়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে, মিথ্যা বানোয়াট ও কল্পনা প্রসৃত অভিযোগ এনে রাজনৈতিক ও সামাজিক সুনাম সুখ্যাতি অর্জনকে কালিমা লিপ্ত করতে মহল বিশেষের অংশ বলে মনে করেন তাঁরা। লীজ গ্রহিতা জানান, ভূমিদস্যু মোশারফ তার মৃত পিতা বীর মুক্তিযোদ্ধার পরিচয় বিক্রি করে অনৈতিকভাবে সরকারি জলমহাল নাজিরদীঘিটি আত্মসাৎ করতে ঘৃণ্য জালিয়াতির পথ বেছে নিয়েছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে ভূমিদস্যু মোশারফের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে দুর্নীতি দমন কমিশনসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনীত অনুরোধ করেন। সেই সাথে সংবাদ সম্মেলনে বিএনপির নেতা মোঃ শরীফুল আলমের নামে যে কুৎসা রটনা করা হয়েছে, এরজন্য ভূমিদস্যু মোশারফ হোসেনকে আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ্যে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে বলে জানান। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে জানান লীজ গ্রহিতা ও নাজিরদীঘি এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন, আবু বাক্কার ছিদ্দিক, নাজিরদীঘি পুকুরপাড় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হাজী আঃ ছাত্তার, হাফেজ দীন ইসলাম, মজা পূুকুর সমবায় সমিতির সভাপতি নূরুল আমীন, উছমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদ মিয়া, হাজি আবুল কাশেম, নূর মোহাম্মদসহ নাজিরদীঘি গ্রামবাসী ।