
কালীপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা ৩১ আগস্ট
নিজস্ব প্রতিবেদক :
কালীপুরে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে সম্পৃক্ত করতে ছাত্র-যুবক পরিষদ কালীপুরের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা ২০২৫।
আগামী ৩১ আগস্ট ২০২৫, রবিবার বাদশাবিল ব্রিজ সংলগ্ন নদীপাড়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী জমজমাট আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামী ২৫ আগস্ট ২০২৫-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সরাসরি ছাত্র-যুবক পরিষদ কার্যালয়ে বা নির্দিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করা যাবে।
পুরস্কারসমূহ (ডিঙ্গি নৌকা বাইচে):
১ম স্থান – খাসি
২য় স্থান – ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন
৩য় স্থান – অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
রেজিস্ট্রেশন ফি:
- নৌকা বাইচ – ৫০০ টাকা
- সাঁতার (স্কুল পর্যায়) – ২০ টাকা
- সাঁতার (উন্মুক্ত) – ৫০ টাকা
⭐ নিবন্ধনের জন্য যোগাযোগ:
- ইব্রাহিম মিয়া : 01768010538
- নুরে আলম : 01724100194
- রেদোয়ান আহমেদ : 01756786417
- মোশারফ হোসেন : 01707090927
ছাত্র-যুবক পরিষদ কালীপুরের সভাপতি এনামুল হক বলেন, “আমাদের কালীপুরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা শুধু একটি খেলা নয়, এটি আমাদের গ্রামীণ সংস্কৃতির অংশ। এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে যুক্ত করতে চাই।
সাধারণ সম্পাদক রাজন আহমেদ রিপু বলেন, “এই প্রতিযোগিতা আমাদের মিলনমেলা। ক্রীড়া-সংস্কৃতির পাশাপাশি ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই আমাদের মূল উদ্দেশ্য। সবাইকে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।